আই.এস প্রধান বাগদাদী নিহত!

Spread the love

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তাসহ নির্ভরযোগ্য দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানিয়েছেন, অভিযান চলাকালে বাগদাদী তার শরীরে থাকা সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটায় বলে প্রতীয়মান হয়েছে।

তবে আত্মহননকারী ব্যক্তি আসলেই আবু বকর আল-বাগদাী কিনা সে বিষয়ে ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার পরই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।

সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান সংশ্লিষ্ট এক সূত্র সিএনএনকে জানায়, স্পেশাল অপারেশনের কমান্ডোরা এই অভিযান পরিচালনা করে।

প্রতিরক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, সিরিয়ায় আবু বকর আল-বাগদাদীর অবস্থান শনাক্ত করতে সহায়তা দেয় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *