পড়ার এবং জানার কোন বিকল্প নেই-বিচারপতি ইমান আলী

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মধ্যে থেকে কেউ ভালো বিচারক হবেন, কেউ ভালো আইনজ্ঞ হবেন, আবার কেউবা অন্য কোন পেশায় যাবেন। যে পেশায়ই জান না কেন আপনাকে পড়তে হবে। পড়ার এবং জানার কোন বিকল্প নেই। একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে বেশি বেশি পড়তে হবে। কেননা যত পড়বেন, ততই শিখবেন। আপনি যেখানেই যাননা কেন কাজের প্রতি দায়িত্ববান ও সততার সহিত কাজ করতে হবে। তাহলেই আপনি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন। শুক্রবার রাতে বরিশাল বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ¯œাতক (সম্মান) এল.এল.বি সম্পনকারী শিক্ষার্থীদের অংশগ্রহনে এক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ জ্যেষ্ঠতম বিচারপতি এসব কথা বলেন।
বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ববির আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার। অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম. কে. রহমান এবং বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম। প্রসঙ্গত, আইন বিভাগের প্রথম ব্যাচ থেকে ৫১ জন শিক্ষার্থী ¯œাতক (সম্মান) এল.এল.বি. সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *