বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

Spread the love

বাংলাদশে-ময়িানমাররে ঘুমধুম সীমান্তে বজিবিরি সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ে দুই রোহঙ্গিা নহিত হয়ছেনে। এ সময় ঘটনাস্থল থকেে ৪০ হাজার ইয়াবা ও একটি দশেি পস্তিল অস্ত্র উদ্ধার হয় বলে র্বডার র্গাড বাংলাদশে (বজিবি)ি জানায়।

নহিতরা হলনে, কক্সবাজাররে উখয়িার কুতুপালং রোহঙ্গিা ক্যাম্প-২ এর ব-িব্লকরে বাসন্দিা মো. হাসমি আলীর ছলেে মোহাম্মদ ইয়াসনি (৩০) এবং একই রোহঙ্গিা ক্যাম্পরে ড-ি৪ এর বাসন্দিা আবুল কালামরে ছলেে মো. হোসনে আলী (২০)।

নহিত দুজনে সম্প্রতি বজিবিরি ওপর হামলার ঘটনার এজাহারভুক্ত মামলার আসাম।ি

রোববার (১৭ নভম্বের) ভোর ৫টার দকিে বান্দরবানরে নাইক্ষ্যংছড়ি উপজলোর ঘুমধুম ইউনয়িনরে তুমব্রু সাম্পানকাটা এলাকায় এ ঘটনা ঘট।ে

কক্সবাজার ৩৪ বজিবিরি অধনিায়ক ল.ে র্কনলে আলী হায়দার আজাদ আহমদে সত্যতা নশ্চিতি করে জানয়িছেনে, ঘুমধুম সাম্পানকাটা সীমান্তে টহল দওেয়ার সময় ১০-১২ জনরে একটি দল সীমান্ত পার হয়ে বাংলাদশেে প্রবশে করনে। এ সময় তাদরে থামতে বললে তারা বজিবিকিে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরর্ক্ষাথে বজিবিওি পাল্টা গুলি চালালে মাদক কারবাররিা পালয়িে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা, একটি শ্যুটারগানসহ দুজনরে মরদহে পাওয়া যায়। মৃতদহেগুলো ময়নাতদন্তরে জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়ছে।ে এ ব্যাপারে সংশ্লষ্টি আইনে মামলা দায়রে করা হয়ছে।ে

আলী হায়দার আরো জানান, সম্প্রত,ি সীমান্তে চোরাচালান বৃদ্ধি পয়েছে।ে এসব চোরাচালানে রোহঙ্গিারা জড়তি হয়ে পড়ছ।ে সোমবার বাংলাদশে-ময়িানমার বাইশফাড়ি সীমান্তে বজিবিরি সদস্যরা টহল দওেয়ার সময় চোরাকারবাররিা অর্তকতিে গুলি চালালে দুজন বজিবিি সদস্য গুলবিদ্ধি হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়। নহিতরা ওই মামলার এজাহারভুক্ত আসাম।ি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *