প্রবাসী ‘দ্বীপ’ বাংলাদেশের উজ্বল নক্ষত্র

Spread the love

সৈয়দ জুয়েল ॥ একটু একটু করে এগোচ্ছে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের সফলতা। এরই ধারাবাহিকতায় ইনন্সপায়ার্ড মাইগ্রান্ট মেন ইন আয়ারল্যান্ডের পরামর্শদাতার তালিকায় এক বাংলাদেশীর নাম যোগ হল। পুরো নাম রুবাইয়েত এইচ ভূঁইয়া(দ্বীপ)। নরসিংদী থেকে উঠে আসা এ ছেলেটি অভিবাসী সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করবেন। পিছিয়ে পরা আইরিশ অভিবাসীরা যেন এ দেশীয় সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারেন।
পারিবারিক ভায়োলেন্স, বর্ন বৈষম্য, নিজেকে কাজের ক্ষেত্রেও কিভাবে যোগ্য করে তোলা যায়- এগুলোই মূল কাজ এ সংগঠনটির। এই সচেতনামূলক প্রচারে আগামী ২৯ নভেম্বর তারা একটা বইয়ের মোড়ক উন্মেচন করবেন। যেখানে আইরিশ সরকারের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। দ্বীপের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্বল হবে বলে এখানকার বাঙ্গালীদের ধারনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *