পুলিশী প্রহরায় টিসিবির পেঁয়াজ বিক্রি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে পুলিশী প্রহরায় ৪৫ টাকা কেজি দরে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পেয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রথম দফায় এ কার্যক্রম শুরুর পর মজুদ শেষ হলে গত ৯দিন ন্যার্য্যমূল্যে পেয়াজ বিক্রি বন্ধ ছিল। রোববার থেকে ফের বিক্রি শুরু হলেও পাকিস্তান থেকে আসা এ পেঁয়াজের মান নিয়ে প্রশ্ন তুলেছে ক্রেতারা।
বরিশাল টিসিবিতে আবার সরবরাহ আসায় রোববার থেকে নগরীর ৫টি পয়েন্টে ৪৫ টাকা কেজি দরে পেয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতিটি পয়েন্টে ছিল ক্রেতাদের দীর্ঘ লাইন। ক্রেতাদের শৃঙ্খলা রক্ষায় পেয়াজ বিক্রির পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। তবে আমদানী করা পেয়াজের মান খারাপ থাকার অভিযোগ করেছেন ক্রেতারা। যেকারনে অনেকেই এ পেঁয়াজ কিনতে অনিহা প্রকাশ করেছেন।
টিসিবি’র ডিলার মাসুদ রানা জানান, তাদের ৫জন ডিলারকে প্রতিদিন ১ টন করে পেয়াজ দেয়া হচ্ছে। ডিলাররা নগরীর ৫টি পয়েন্টে ট্রাকে এ পেঁয়াজ বিক্রি করছেন। তবে ক্রেতার চাপ বেশী থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের।
সূত্রে জানা যায়, ৪৫ টাকা দরের এ পেঁয়াজ বরিশাল নগরীর ৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে খোলা বাজারে টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকে করে বিক্রি করা হচ্ছে। এগুলো হলো- বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের সামনে, আমতলা মোড় পানির ট্যাংকি সংলগ্ন, বটতলা চৌমাথা বাজার এবং রুপাতলী চান্দুর মার্কেট এলাকা।
এর আগে গত ২০ নভেম্বর বরিশালে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। তবে দুইদিন বিক্রির পরই সরবরাহ না থাকায় বন্ধ হয়ে যায় টিসিবি’র পেঁয়াজ বিক্রির কার্যক্রম। টিসিবির বরিশাল অফিস প্রধান মো. আনিচুর রহমান জানান, দ্বিতীয় দফায় বরিশালে ৩৫ টন পেয়াজ সরবরাহ হয়েছে। তাদের হাতে মজুদ থকা পর্যন্ত এ পেয়াজ খোলা বাজারে বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *