ভেজাল ঘি বিক্রি, মিস্টান্ন ভান্ডারের বিরুদ্ধে মামলা

Spread the love

নাগরিক রিপোর্ট: ভেজাল ঘি বিক্রির অভিযোগে বরিশালে নগরীর একটি মিষ্টির দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর পক্ষে স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক বাদী হয়ে নিরাপদ খাদ্য আইন মামলাটি দায়ের করেন। মামলায় ঘি বিক্রেতা আদি গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের নরেন্দ্রনাথ দাসকে একমাত্র আসামী করা হয়।
করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, মামলায় বিবাদী পক্ষর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, চলতি বছরের ১০ জুন নগরের ১০ নম্বর ওয়ার্ডস্থ সদররোডের কাকলীর মোড় এলাকার আদি গৌরনদী মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করেন বিসিসির স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। এসময় ওই মিষ্টির দোকানে বিক্রির উদ্দেশ্যে রক্ষিত লেবেল বিহীন ঘি ভেজাল সন্দেহ হলে এর নমুনা সংগ্রহ করা হয় এবং ঘি এর নমুনা ঢাকাস্থ ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন এ প্রেরণ করা হয়। সেখানের প্রতিবেদন অনুযায়ী ওই ঘি মানসম্মত নয় বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার আদারতে মামলা করেছেন বিসিসিরি স্যানিটারী ইন্সপেক্টর এনামুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *