বাংলাদেশি ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Spread the love

নাগরিক রিপোর্ট: বুধবার ভোররাতে একদল গরু ব্যবসায়ী বিশেষ পদ্ধতিতে কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকা থেকে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার ভোর ৫টার দিকে দাঁতভাঙ্গা সীমান্তের ১০৫৭ সীমান্ত পিলারের কাছ থেকে সাজু মিয়া (৩৫) নামে ওই ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। জামালপুর বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়েক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার ভোররাতে একদল গরু ব্যবসায়ী বিশেষ পদ্ধতিতে কাঁটাতারের ওপর দিয়ে গরু পারাপার করছিল। বিষয়টি বুঝতে পেরে ভারতের কুকুরমারা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া দেয়। এতে ব্যবসায়ীরা গরু ফেলে পালিয়ে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা সাজু মিয়াকে আটক করে নিয়ে যায়।
সাজু মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়েক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, ঘটনার পর পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *