এবার সিরিয়ায় যাত্রীবাহী বিমানে রকেট হামলা

Spread the love

নাগরিক রিপোর্ট: ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালানোর সময় ভুলে নিজেদের বিমানেই হামলা চালিয়েছে সিরিয়া। হামলার সময় ১৭২ জন যাত্রী নিয়ে অল্পের জন্য রক্ষা পায় সিরিয়ান এয়ারলাইন্স চাম উইংসের বিমানটি। পরে সেটি সিরিয়ার উত্তর- পশ্চিমাঞ্চলে লাটাকিয়ার কাছে অবস্থিত একটি রাশিয়ান বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। বৃহস্পতিবার (৬ ফেরুয়ারি ) এই ঘটনা ঘটে।


রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ইরানের নাজাফ থেকে দামাস্কাসের উদ্দ্যেশে আসার সময় চাম উইংস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে । এর আগে ওই দিনই সিরিয়ায় কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল।এর প্রতিশোধ নিতেই সিরিয়াও পালটা হামলা চালায়। আর এর মধ্যেই পড়ে যায় চাম উইংসের বিমানটি।এদিকে এই হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, ইসরায়েলির এমন কর্মকাণ্ড শতাধিক যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *