নাগরিকত্বের কাগজ নেই স্বয়ং মোদির!

Spread the love

নাগরিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনও কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-আইনের অধীনে এই প্রশ্ন করেন। তিনি জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না।

এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর দপ্তরের সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

প্রসঙ্গত, ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে হওয়া সাম্প্রদায়িক দাঙ্গায় ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। এছাড়াও দাঙ্গায় জড়িত থাকার ঘটনায় পাঁচশতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *