‘আ’লীগ লুটপাটে পাকিস্তান সরকারকে হার মানিয়েছে’

Spread the love

নাগরিক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার লুটপাটে স্বাধীনতাপূর্ব পাকিস্তান সরকারকেও হার মানিয়েছে। পাকিস্তানের ২০ বছরের শাসনমালে পূর্ব পাকিস্তানের ২২ পরিবারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচারের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের গত ১০ বছরে পাকিস্তানের ২২ পরিবারের চেয়ে দশগুন বেশী টাকা বিদেশে পাঁচার করেছে এদেশের লূটেরারা। এ টাকা হচ্ছে গরীবের টাকা, ব্যাংক লুটের টাকা।
মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে কমিউনিস্ট পার্টির বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মোজাহিদুল ইসলাম সেলিম। কমিউনিষ্ট পার্টির ‘দেশরক্ষা অভিযাত্রা সমাবেশ’ কর্মসূচী উপলক্ষে বিভাগের ৬ জেলার নেতাকর্মীদের অংশগ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, সরকার উন্নয়নের যে ব্যাখ্যা দিচ্ছেন সেটা ভূলপথের উন্নয়ন। এ ধরনের উন্নয়নে উপড়ে চাকচিক্য দেখা যায়, ভেতরটা থাকে অন্তস্বারশুন্য। এ উন্নয়নের নামে লুটেরাদের পকেটে হাজার হাজার কোটি টাকা চলে যায়। যা পরবর্তীতে বিদেশে পাঁচার হয়। দেশে এখন সে ধরনের উন্নয়নই চলছে। সরকার প্রধান শেখ হাসিনা সবকিছু বুঝলেও ক্ষমতা হারানোর ভয়ে কোন পদক্ষেপ নেননা। ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি ছদ্মবেশে ভারতের একটি সাম্প্রদায়িক সরকারের সঙ্গে সামরিক চুক্তি করেছেন।
আওয়ামীলীগ সরকার হটিয়ে বাম শক্তিকে ক্ষমতায় নেয়ার জন্য দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সকল বাম রাজনৈতিক নেতাকর্মীদের ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান মোজাহিদুল ইসলাম সেলিম।
সমাবেশে আরও বক্তৃতা করেন কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. শাহ আলম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ বিভাগের ৬ জেলার নেতারা। সভাপতিত্ব করেন পার্টির বিভাগীয় সমম্বায়ক ও পটুয়াখালী জেলা সভাপতি মো. মোতালেব মোল্লা। সমাবেশ শেষে মোজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে লাল পতাকা মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *