বিএনপি অযোথা করোনা নিয়ে রাজনীতি করছে- কাদের

Spread the love

নাগরিক ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা ভাইরাস নিয়ে সরকার কেন্দ্রীয়ভাবে, স্বাস্থ্য বিভাগসহ সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। যেখানে মুজিব বর্ষের আয়োজন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শেখ হাসিনা ও শেখ রেহানা বলেছেন, আগে মানুষের জীবন। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত।  কিন্তু বিএনপি অযথাই করোনা ভাইরাস নিয়ে নোংরা রাজনীতি করছে। তিনি বলেন,  ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ আওয়ামী লীগসহ যেসব সহযোগী সংগঠনের  সম্মেলন হয়েছে, তাদের কমিটি দেয়ার জন্য প্রাধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বিষয়টি আমি জানিয়ে দিলাম।  একই সঙ্গে কমিটি প্রধানমন্ত্রীর হাতে এক কপি ও আওয়ামী লীগ অফিসে এক কপি জমা দেবেন। আর যেসব সংগঠনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা সম্মেলনের প্রস্তুতি নিন। কাদের বলেন,  বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১৭ মার্চ রাত ৮টার আতশবাজি কর্মসূচি পালন করবে সারা দেশব্যাপী একযোগে। নেতারা যার যার এলাকায় আলোক সজ্জা করবে। সাজ সজ্জা করা যাবে কিন্তু কারো ছবি ব্যাবহার করা যাবে না, বঙ্গবন্ধুর ছাড়। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এ সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *