নাগিরিক রিপোর্ট ॥ নৌযান শ্রমিকরা ধর্মঘট স্থগিত করার পর মালিকরা বুধবার রাতে আকস্মিক অঘোষিত ধর্মঘট ডেকেছিল। এর ফলে চরম দুর্ভোগে পরেন সাধারন মানুষ। বৃহস্পতিবার এ নিয়ে ঢাকায় সভায় মিলিত হন লঞ্চ মালিকরা। ওই সভার শেষে দুপুরে নৌযান মালিকরা লঞ্চসহ সব ধরনের নৌযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। লঞ্চ মালিক সমিতির কেন্দ্রী নেতা ও এমভি সুন্দরবন লঞ্চের স্বত্তাধিকারী সাইদুর রহমান রিন্টু এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, বন্যা, আসন্ন ঈদ, হজ্জ্ব মৌসুমকে কেন্দ্র করে জনগনের দুর্ভোগ লাঘবে লঞ্চ ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লঞ্চ মালিক সমিতি, অয়েল ট্যাংকার, কার্গো-ভ্যাসেল সমিতির নেতৃবৃন্দ এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মঙ্গলবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিকরা ধর্মঘট এর ঘোষানা দিয়েছিল।
২০১৯-০৭-২৫
