বিসিসির প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল সিটিকরপোরেশনের (বিসিসি) ৩টি গুরুত্বপূর্ন পদে রদবদল ঘটেছে। এগুলো হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, স্টেট অফিসার ও পরিসংখ্যানবিদ। রোববার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইসরাইল হোসেন সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, রোববার এক আদেশে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে কাজী মোয়াজ্জেম হোসেনকে। তিনি এর আগে স্টেট অফিসেরর দায়িত্ব পালন করেছেন। স্টেট অফিসার পদে নতুন করে দায়িত্ব প্রদান করা হয়েছে ওএসডি অবস্থায় থাকা দিপক লাল মৃধাকে। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা স্বপন কুমার দাসকে স্বপদে পরিসংখ্যানবিদ হিসেবে বহাল রাখা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা অন্তর্বতীকালীন স্ব স্ব পদে থাকবেন বলে জানা গেছে। তবে কেন এই ৩ পদে রদবদল তা জানাতে চায়নি করপোরেশন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.