নাগরিক রিপোর্ট:
আগামী ৭ জানুয়ারীর জাতীয় নির্বাচন প্রহসনের দাবী করে বরিশালে জাতীয় পার্টির দুই প্রার্থী ভোট থেকে সরে দাড়ালেন। রোববার এক মতবিনিময়ে এ ঘোষনা দেন বরিশাল-৫(নগর ও সদর) ও বরিশাল-২(উজিরপুর-বানারীপাড়া) আসনের জাপা মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস। একই সময়ে বরগুনা-১(আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমানও এ নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন। জাপার এই প্রার্থীরা অভিযোগ করেছেন নির্বাচন কমিশন একটি দল ও সরকার দ্বারা নিয়ন্ত্রিত।
বেলা সাড়ে ১১টায় নগরের কমিউনিটি সেন্টার রজনীগন্ধ্যায় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাপা সভাপতি মহসিন উল ইসলাম হাবুল।
মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেস্টা এবং বরিশাল-৫ ও ২ এর প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচনের সিডিউল ঘোষনার পর থেকে সারাদেশে সহিংসতা ঘটছে। গত শুক্রবারও প্রধানমন্ত্রীর জনসভায় একজন নিহত হয়েছেন। তারপরও নির্বাচন কমিশন বলে যাচ্ছে কোন সহিংসতা হয়নি। মুলত কমিশন একটি দল ও সরকার ধারা নিয়ন্ত্রিত। তারা দন্তহীন। তিনি বলেন, আ’লীগের প্রার্থীদের ১০ থেকে ৫০ হাজার গুন সস্পদ আছে। একজন মন্ত্রীর হাজার টাকা বিদেশে আছে। কিন্তু কমিশন ব্যবস্থা নিচ্ছে না। মনে হচ্ছে ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে।
এ অবস্থায় বরিশাল, উজিরপুর, বানারীপাড়ার নেতাকমীদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই নির্বাচনে অংশ না নেয়াই উচিত। যেকারনে ৭ জানুুয়ারীর নির্বাচনে আমি সরে দাড়নোর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কথা দিলাম রাজনীতির মাঠে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। তিনি দাবী করেন সরকারের যে ২৬টি আসন থেকে নৌকা প্রতিকের প্রার্থী সরে গেছে এর বাইরে নিবাচনী পরিবেশ নেই।
বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক। এ প্রসঙ্গে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর আমিন উদ্দিন মোহন বলেন, এতোদিন পরে তাদের কেন হুস ফিরলো। তার চেয়ারম্যান, মহাসচিব ভোটে। অথচ হঠাৎ করে তাপস সাহেব কি খোয়াব দেখলেন যে শেষ মুহুর্তে ভোট থেকে সরে দাড়ালেন। তিনি বলেন, নির্বাচন প্রহসনের হবে না, বরং তাপসের জামানাত থাকবে না এই ভয়ে সরে দাড়িয়েছেন।
এদিকে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে জাপার প্রার্থী খলিলুর রহমান বলেন, আমরা নির্বাচনে থাকতাম। কিন্তু আ’লীগ স্বতন্ত্র দিয়ে নাটক করছে। সরকরী দলের নাটকের জন্য নির্বাচন থেকে সরে গেলাম। তিনি দাবী করেন, ‘নির্বাচন সুষ্ঠ হবে তা বিশ্বস করি না।’
বরগুনা-১(সদর-আমতলী-তালতলী) আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ সম্ভু। তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজভীউল কবির বলেন, খলিল ভাই তো আমাদের সঙ্গে আছেন। এখন হঠাৎ কেন সরে দাড়াবেন। সরকার নির্বাচনের সুন্দর পরিবেশ সৃস্টি করেছে। খলিল তো আমাদের সঙ্গেই থাকে, ভোটও পাবেন অনেক।
