মন্ত্রী পরিষদে ঠাঁই: বরিশালে শামিমের সমর্থকরা উৎফুল্ল

Spread the love

নাগরিক রিপোর্ট:
মন্ত্রী পরিষদে ঠাঁই পাওয়ায় বরিশালে জাহিদ ফারুক শামিম এমপির অনুসারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বুধবার রাতেই মন্ত্রী পরিষদ সচিবের দপ্তর থেকে জাহিদ ফারুক শামিম ফোন পেয়েছেন। তার ঘনিষ্ঠজন যুবলীগ নেতা খান মামুন এ তথ্য স্বীকার করেছেন।

মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জাহিদ ফারুক এমপি বঙ্গভবনে শপথের জন্য ডাক পেয়েছেন। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন। তবে কোন মন্ত্রনালয়ের দায়িত্বে থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে জাহিদ ফারুক শামীম প্রতিমন্ত্রী হওয়ায় বরিশাল নগরে তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসে প্রকাশ করছেন। বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার বলেন, জাহিদ ফারুক শামিম আবারও মন্ত্রীপরিষদে স্থান পাওয়ায় বরিশালের আপমর জনগন উৎফুল্ল । তার হাত ধরেই বরিশালে উন্নয়ন ঘটবে। নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা আনন্দিত।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারীর নির্বাচনে জাহিদ ফারুক শামিম বরিশাল-৫ (নগর ও সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি পানি সম্পাদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

২ Comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published.