নাগরিক রিপোর্ট:
বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে আড়িয়াল খাঁর নদের তীরের ফসলী জমির মাটি কেটে সাবাড় করা হচ্ছে। ওই মাটি ইটভাটায় বিক্রির দায়ে শুক্রবার রাতে ১৫ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৩টি ট্রলার। এ ঘটনায় আটককৃত ১৫জনকে রাতেই সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের ভ্রাম্যমান আদালত কেদারপুর ইউনিয়নের কাশিগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। এসময় মাটি কাটা অবস্থায় ১৫ জনকে আটক করা হয়। এবং অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ৩ টি ট্রলার জব্দ করা হয়।
আটককৃত ১৫ জনের প্রত্যেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ স্বাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেওয়া হয় বলে জানান।

I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good. https://www.binance.info/uk-UA/register?ref=XZNNWTW7