ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে ৬ সন্তানের জননীর এক প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কাঠমিস্ত্রি মো. ইয়াকুব মুন্সির স্ত্রী আয়েশা বেগম (৩৬) তার তিন শিশুসন্তান, নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার নিয়ে ২৪ জুন নিখোঁজ হন। অভিযোগ উঠেছে—তিনি একই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে মুরাদ হাওলাদারের সঙ্গে পালিয়ে গেছেন।
এ ঘটনায় ২৭ জুন (শুক্রবার) বড় তিন সন্তান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করে মায়ের সন্ধান দাবি করেন।
স্বামী ইয়াকুব মুন্সি জানান, ঘটনার দিন বাজার থেকে ফিরে এসে দেখতে পান ঘরে তালা, চাবি নিচে রাখা। খোঁজাখুঁজির পর জানতে পারেন, মুরাদ ও তার বন্ধু সোহাগ নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং সন্তানদের হুমকি দেন যেন বিষয়টি কাউকে না জানানো হয়। ইয়াকুবের দাবি, সোহাগের সহায়তায় মুরাদ তার স্ত্রীর সঙ্গে ঘরে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার এবং তিন সন্তান নিয়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, মুরাদ এর আগেও দুই নারীর সঙ্গে একই ধরনের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অপরদিকে, অভিযুক্ত সোহাগ হাওলাদার দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তার মোবাইল ফোন মুরাদ নিয়ে গেছে বলে জানান তিনি। অভিযুক্ত মুরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার ওসি মিজান হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
