রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের বার্তা নিয়ে নির্বাচনে যেতে এবি পার্টির আহ্বান

Spread the love

অনলাইন ডেস্ক ::: রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতিকে সামনে রেখে আগামী জাতীয় নির্বাচনে জনগণের কাছে ভোট চাওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির শীর্ষ নেতারা। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তারা নির্বাচনী প্রচার ও সংগঠন বিস্তারে মাঠে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন।

শনিবার (২৯ জুন) দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দিকনির্দেশনা দেন নেতারা। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনায় ছিলেন ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী।

সোলায়মান চৌধুরী বলেন, “ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবি পার্টিই নতুন বাংলাদেশ গড়তে পারবে। আমাদের ইতিবাচক রাজনীতির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। উপজেলা, ইউনিয়ন ও গ্রামে সংগঠন বিস্তারের কোনো বিকল্প নেই।”

রাষ্ট্র সংস্কারকে নির্বাচনের প্রধান ইস্যু করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান মঞ্জু বলেন, “জনগণ যেন বুঝতে পারে, এবি পার্টিই বাস্তবিক অর্থে নতুন রাজনীতি নিয়ে এসেছে। ঐকমত্য ছাড়া সংস্কার সম্ভব নয়, আর সেই লক্ষ্যে দলগুলোর মধ্যে এখনো বহু বিষয়ে মতবিরোধ রয়ে গেছে, বিশেষ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি নিয়ে।”

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “নতুন রাজনীতি মানে শুধু শ্লোগান নয়, মানুষের সমস্যা নিয়ে কথা বলতে হবে, পাশে থাকতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনারসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মনোনয়নপ্রত্যাশী নেতারা।