রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাখিল করা হয়েছে। আজ সোমবার (৩০ জুন) প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্রটি আদালতে উপস্থাপন করা হয়।
মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তার চার আসামি হলেন—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।
এর আগে, গত ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৪ জুলাই সময় নির্ধারণ করেন এবং শুনানির জন্য ২৬ জুন দিন ধার্য করেন। পরে নির্ধারিত সময়ের আগেই তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন।
জুলাই মাসে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশি দমন-পীড়নের এক পর্যায়ে আবু সাঈদ নামের ওই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
তদন্ত সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, পূর্বপরিকল্পিতভাবে ও রাজনৈতিক প্রভাবে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অংশ এবং শাসকদল-সমর্থিত ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।
আবু সাঈদের পরিবার ও সহপাঠীরা মামলার দ্রুত বিচার দাবি করেছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনো পলাতক। মামলায় অগ্রগতি হলেও বিচার বিলম্বিত হলে তারা আবারও রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
