নাগরিক রিপোর্ট
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ১১ মামলার আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চরবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র ও ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে।
গ্রেফতার হওয়া অন্য ব্যক্তিরা হচ্ছে- চরবাড়িয়া এলাকার বাসিন্দা রুবেল সরদারের ছেলে রাব্বি সরদার (২৪), লালমিয়া বেপারির ছেলে শাওন বেপারি (২৫) ও বিল্লাল হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৫)।
চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা রাজু মাঝি বলেন, বহু বছর ধরে রাসলে ও তার সহযোগীরা সদর উপজেলার প্রতেকটি গ্রামে মাদকের বাণিজ্য করে আসছে। এই পর্যন্ত আট দশবার মাদক ও অস্ত্রসহ গ্রেফতার হলেও কয়েকদিন পরেই তারা জামিনে মুক্ত হয়ে যায়। তারপর আগের মতই বহাল তবিয়তে মাদকের রাজত্ব গড়ে তোলে। এছাড়াও নানান সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল।
এব্যপারে পুলিশ পরিদর্শক ছগির বলেন, গ্রেফতার হওয়া রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাছাড়া অস্ত্র এবং মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
