সুরের মূর্ছনায় মাতালো গলওয়ে

Spread the love

সৈয়দ জুয়েল: একঝাক স্থানীয় শিল্পীদের পরিবেশনায়ও যে অনুষ্ঠান কতটা সুন্দর হয়, তা দেখাতে একটুও কার্পন্য করেনি এক ঝাক তরুন তরুনী। এর ভিতর এখানে বেড়ে ওঠা ছেলেমেয়েরা, যাদেরকে আমরা অনেকে ভেবে থাকি-দেশীয় সংস্কৃতির ধারা বুকে লালন করতে একটু অসুবিধা হয়,তাদের চোখে আঙ্গুল দিয়ে বাংলাদেশী গানের সাথে যেভাবে এরা নৃত্য করেছেন, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।

আমাদের পরবর্তী প্রজন্মও যে অন্তরে দেশের প্রতি নাড়ীর টান খুব গভীর ভাবে আছে, তারই জানান দিয়ে গেল। দেশীয় সংস্কৃতি বিদেশের মাটিতে এরাই প্রতিষ্ঠত করবে এবং একদিন বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এদেরও একটা বড় ভূমিকা থাকবে বলে অনুষ্ঠানে আগত অনেকের ধারনা। বাংলাদেশ কমিউনিটি গলওয়ের এ আয়োজনে এবারের যে সাফল্য, তারই ধারাবাহিকতায় আরো সুন্দর অনুষ্ঠান তৈরীতে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্বল হবে বলেও মতামত ব্যাক্ত করেন আগতরা।


২ Comments

  1. I’m grateful for the illustrations you shared; they made it more convenient to comprehend.

  2. I appreciate your willingness to share your expertise with others; it’s highly appreciated.

Leave a Reply

Your email address will not be published.