নাগরিক ডেস্ক: নতুন বাড়ি ছেড়ে- রানাঘাটের স্টেশনের ভাই’রাল রাণু রাতারাতি পৌঁছে যান লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে। স্টেশনের প্ল্যাটফর্মে লতার গান গেয়ে স্টার হয়ে যান । এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন…তাঁর প্রতিটি খবরই শীর্ষে! রাণু পাড়ি দেন বলিউডেও।
লাইম লাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে রাণাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে যান রাণু মণ্ডল। নি’ন্দুকেরা বলছেন, ইদানীং নাকি আর তেমন কাজ পাচ্ছেন না রাণু, তাই মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। বলা যায়, মিডিয়া বিমুখ হয়ে পড়েছেন।
এখানেই শেষ নয়, সূত্রের খবর অনুযায়ী, নতুন বাড়ি ছেড়ে রানাঘাটের পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু মণ্ডল। ইদানীং সেখানেই থাকছেন। কিন্তু কেন ? শোনা যাচ্ছে, পুরনো বাড়িতে ফিরে গিয়ে নিজের বায়োপিকের কাজ করছেন রাণু মণ্ডল। এই কারণেই নাকি মিডিয়ার থেকে দূরে থাকছেন।
রাণু মণ্ডলের জীবনী অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে সেটির পরিচালক ঋষিকেশ মণ্ডল ৷ তবে সব থেকে বড় খবর রাণুর চরিত্রে অভিনয় করতে পারেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷

I’m appreciative for the illustrations you provided; they made it easier to comprehend.
This is an astonishing post! Your writing is so engaging and your points are very well presented. Keep up the brilliant work!