ভারতে মুসলমান যুবকদের মানবঢালে রক্ষা হলো মন্দির

Spread the love

নাগরিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার মধ্যে মানবঢাল তৈরি করে একটি হিন্দু মন্দির রক্ষা করেছে মুসলিম যুবকরা। মঙ্গলবার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিলে বেঙ্গালুরুর টিআর নগরের হমুমানমন্দিরের বাইরে মুসলিম যুবকরা মানবঢাল তৈরি করে, যাতে বিক্ষুব্ধ জনতা মন্দিরে হামলা করতে না পারে।

পুলাশিনগরের এমএলএ আখন্দ শ্রীনিবাসমূর্তির অফিস ও বাসভবনের কাছে মন্দিরটি অবস্থিত। মঙ্গলবার উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ মানুষ যখন মন্দিরের এলাকায় প্রবেশ করে তখন একদল মুসলিম যুবক মানবঢাল তৈরি করে এবং বিক্ষোভকারীদের অন্যত্র সরিয়ে দেয়।

অন্যদিকে নবীন নামক যে যুবকের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে, বিক্ষোভের সময় তার মাকেও মুসলিম যুবকরা রক্ষা করেছে। তার মা জয়ন্তী বলেন, ‘যদি মুসলিম যুবকরা আমাকে রক্ষায় এগিয়ে না আসত, তবে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *