‘প্রধানমন্ত্রী বাঙালী জাতির বাতিঘর’

Spread the love

নাগরিক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিনত হয়েছে। তিনি বাঙালী জাতির বাতিঘর ও কান্ডারি। তাঁর পুরোটা জীবনই সংগ্রামের। শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ববি’র শেখ হাসিনা হল আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব হোসেন।


সভায় উপাচার্য ড. ছাদেকুল বলেন, প্রতিকুল পরিবেশে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেড়ে উঠেছেন। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা তিনি দুর করেছেন। প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে সারা বিশ্বের কাছে দেশকে সম্মানজনক স্থানে পৌঁছে দিয়েছেন।


ভার্চুয়াল এ সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক শেখ হাসিনা হলের প্রভোস্ট চিন্ময়ী পোদ্দার। সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফ হোসেন, শেখ হাসিনা হলের শিক্ষার্থী সৈয়দা মাহফুজা মিষ্টি ও কাজি মোহসিনা তামান্না।

সোমবার সন্ধ্যা থেকে রাত ৮টা নাগাদ ভার্চুয়াল সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীগন যুক্ত ছিলেন।

আলোচনা সভাটি ফেইসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *