শিক্ষাগতযোগ্যতা কমপক্ষে স্নাতক চেয়ে আইনী নোটিশ

Spread the love

নাগরিক ডেস্ক : দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস নির্ধারণ করার দাবিতে জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন গতকাল মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। কেউ কেউ দেশের সর্বোচ্চ ডিক্রি অর্জন করেও এসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সেই সব শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ নেই।
অথচ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয় বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গতবছর ৬ সেপ্টেম্বর। এ অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা জরুরী।

উল্লেখ্য, স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা আছে। অন্যদিকে, হাইকোর্টের রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *