সন্ধ্যা নদীর চর পৈত্রিক ভিটে দাবী, বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বানারীপাড়া পৌর এলাকার ২ নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে জেগে ওঠা সন্ধ্যা নদীর চরের জমি দাবী করছেন স্থানীয় কয়েকশ বাসিন্দা। তাদের দাবী ওই চর জেগে উঠেছে পৈত্রিক ভিটেমাটিতে। নদী ভাঙনের শিকার ওই সব পরিবার চরের জমির দাবীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। দুপুরে উপজেলা ভূমি অফিসের প্রধান ফটকের সম্মুখে ভুক্তভোগী নারী-পুরুষ এ কর্মসুচীতে অংশগ্রহন করেন।

দক্ষিণ নাজিরপুর গ্রাম রক্ষা ও উন্নয়ন কমিটির আফহবায়ক রাহাদ সুমনের সভাপতিত্বে কর্মসুচীতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাবেক তথ্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান, বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সাবেক ভাপরপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর হোসেন তালুকদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী খালেদা খানম প্রমুখ।
সমাবেশের সঞ্চালনা করেন। বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এসময় বক্তারা বলেন, দক্ষিণ নাজিরপুর গ্রামে জেগে ওঠা সন্ধ্যা নদীর চর খাস সম্পত্তি করার ষড়যš করছে একটি মহল। এ থেকে সরে না এলে পৈত্রিক ভিটেমাটি রক্ষায় কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী দেন তারা।

প্রসঙ্গত দক্ষিণ নাজিরপুর গ্রামের সিংহভাগ সন্ধ্যা নদী গ্রাস করে ফেলে। ওই গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, ঈদগাঁহ, রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে যায়। উদ্ভুত পরিস্থিতিতে বাড়িঘর হারিয়ে অনেকেই অনেকেই পার্শবর্তী গুচ্ছগ্রাম ও আবাসন প্রকল্পে ঠাঁই নেয়। প্রায় ৩০ বছর পূর্বে সম্পূর্ন ভেঙ্গে যাওয়া এ গ্রামটি এক যুগ ধরে জেগে উঠতে শুরু করে। সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা বিশাল এ চর খাস সম্পত্তি হয়ে যেতে পারে এ শঙ্কায় পড়েন সম্পত্তি হারানোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *