বরিশালে বাসদের লাল পতাকা মিছিল

Spread the love

নাগরিক রিপোর্ট: নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে শনিবার উদ্যাপিত হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৪০তম প্রতিষ্ঠাবাষিকী। এ উপলক্ষে দুপুরে নগরীর বিবির পুকুর পাড়ে সংগঠনটির পক্ষ থেকে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করেছে। এসময় সংগঠনের জেলা ও মহানগরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।


বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী ও আহবায়ক ইমরান হাবিব রুম্মান সমাবেশে বলেন, সারা দেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের রুটি রুজীর ব্যবস্থা করার ক্ষেত্রে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে কোন সমাধান পায়নি কর্মহারা শ্রমিকরা। এতেই প্রমাণিত হয় এসব দলে শ্রমিকদের প্রয়োজনে নয়।


বাসদের পক্ষ থেকে নেতৃবৃন্দ শ্রমিকদের আহবান করেন- তাদের সাথে একত্রিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার। পরে নগরীর বিভিন্ন সড়কে লাল পতাকার মিছিল প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *