নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলনে বর্নাঢ্য র‌্যালী

Spread the love

নাগরিক রিপোর্ট: নারী শ্রমিকদের পুরুষের সমান কাজে সমান মজুরি প্রদান, প্রসুতিকালীন ছুটি, কাজের নিরাপত্তা, নিয়োগপত্র সার্ভিস বুকে ১৬ হাজার টাকা ন্যুনতম মজুরি, সমতাভিত্তিক রাষ্ট্রনীতি দাবী করেছেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন। শুক্রবার বরিশালে অনুষ্ঠিত সংগঠনের তৃতীয় সম্মেলনে এসব দাবী জানানো হয়।

নগরীর অশ্বিনী কুমার হলে বেলা ১২টায় সম্মেলন উদ্বোধন করেন মহিলা পরিষদের বরিশাল জেলা সাধারন সম্পাদিকা পূস্প চক্রবর্তী। উদ্বোধন শেষে নারী শ্রমিকদের একটি র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারন সম্পাদক পারভীন শিখা ও বিশেষ অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকে একে আজাদ।

সংগঠনের বরিশাল জেলার সভাপতি খাদিজা বেগম বিনতার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটি সভাপতি এম এ জলিল, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন সভাপতি স্বপন দত্ত, মহানগর রিক্সা ও ভ্যান সভাপতি আখতার হোসেন শ্রæপু, আলাউদ্দিন মোল্লা, তুষার সেন, জোছনা বেগম প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটি সদস্য অ্যাডভোকেট একে আজাদ। জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়নের তৃতীয় সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করে বরিশাল মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা পূস্প চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *