চিত্রনায়িকা শাবনূরের কবিতা

Spread the love

নাগরিক ডেস্ক: ঢাকই চলিচ্চিত্রের জনপ্রিয় এক চিত্রনায়িকার নাম শাবনূর। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে তিনি ফেসবুকে প্রকাশ করেছেন একটি কবিতা।

তিনি লিখেছেন, ‘জীবনের রং বড় বিচিত্র,

কখনো লাল কখনো নীল।

কখনো মুক্ত পাখির মতো।

কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো।

হারিয়ে যায় কত চেনা মুখ।

থেকে যায় শুধু অনাবিল সুখ।’

এদিকে, দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন শাবনূর। ২০১১ সাল থেকে স্বামী অনিক মাহমুদ হৃদয়কে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি। গত বছর জানুয়ারিতে ‘বনিবনা না হওয়া ও মতের অমিল থাকা’র কারণ দেখিয়ে অনিককে তালাক দেন শাবনূর। তাদের সংসারে আইজান নিহান নামে এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে ছেলেকে নিয়েই অস্ট্রেলিয়ায় আছেন এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, স্বনামধন্য পরিচালক প্রয়াত এহতেশামের ‘চাঁদনী রাতে’ ছবির সুবাদে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালের ১৫ অক্টোবর। প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি হয়ে তিনি অভিনয় করেছেন ১৪টির মতো ছবিতে। দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছিল এই জুটির ছবিগুলো।

সালমান শাহ ছাড়াও চিত্রনায়ক রিয়াজ, ওমর সানী, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গেও অভিনয় করে সফলতা পান শাবনূর। ২০০৫ সালে ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *