পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ ঘণ্টা সড়ক অবরোধ বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: ৪ দফা দাবী আদায়ে বরিশালে পলিটেকনিক ইউনিষ্টিউটিটের শিক্ষার্থীরা শনিবার নগরীর সিঅ্যান্ডবি সড়ক ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল। ফলে ঢাকাসহ অন্যান্য জেলা থেকে কুয়াকাটা-ঝালকাঠীগামী যানবহন চলাচল ৪ ঘন্টা ছিল।


পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে সিঅ্যান্ডবি সড়কের এক নম্বর পুলে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। ফলে দুই পাশে যাববহনের দীর্ঘ লাইন পড়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা ২টায় সড়কের ওপর অবস্থান করে।


আন্দোলনকারী শিক্ষার্থী বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র ইয়াসিন রাহাত জানান, প্রশাসনের অনুরোধে তারা বেলা ২টায় অবরোধ তুলে নেন। দাবী মেনে নেয়া না হলে কাল সোমবার একইস্থান সারাদিন অবরোধ করে রাখা হবে।


পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবী হচ্ছে- শিক্ষাবর্ষে এক বছরের লস কমিয়ে আনা, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বে কোর্স সংক্ষিপ্ত করে পরীক্ষা গ্রহন, সেমিষ্টার ফি অর্ধেক করা এবং ডুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি। এসব দাবী আদায়ে সারাদেশের পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *