মান্তা সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ জলে ভাসমান ‘মান্তা’ সম্প্রদায় জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা রেঞ্জ‘র পুলিশের ডিআইজি হাবিবুর রহমান এর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ৪শ পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন-পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহম্মদ মইনুল হাসান পিপিএম, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কে.এম মাহফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান ও চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া প্রমুখ।

শীত বস্ত্র নিতে আসা বৃদ্ধা শেফালী বিবি আনন্দে উচ্ছ¡সিত হয়ে বলেন, ‘আমারা নদীতে জন্মাই, নদীতে থাহি, নদীতে খাই, নদীতে ঘুমাই মাছ ধরে কোনভাবে জীবন চালাই। আমাদের দিকে কেউ কখনো ফিরে তাকায় না। আইজ আমাগোরে কম্বল দেয়া হইছে। এজন্য আমরা খুব খুশি। এই শীতের মধ্যে একটু গরম কাপরের নিচে হুইতে পারমু। এইডা আমাগো ধারে অনেক কিছু।’ এভাবেই আনন্দ প্রকাশ করেন রোকেয়া বেগম(৩৫), মিনারা বেগম(৬০) ইসমাইল সরদার(৪০) সহ মান্তা সম্প্রদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *