‘এক টিকায় বেক্সিমকোর লাভ ১১ ডলার’- মান্না

Spread the love

নাগরিক ডেস্ক : নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অক্সফোর্ড টিকা বেচে দুই ডলার ৭০ সেন্টে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার এরা কি মানুষ যারা ক্ষমতায় আছে?’ তিনি বেসরকারি কোম্পানির মাধ্যমে সরকারের টিকা সংগ্রহের তীব্র সমালোচনা করেছেন

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আসাদের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বেক্সিমকোর সাথে ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। টিকা নিয়ে তাদের (বেক্সিমকো) ধান্দাবাজি ব্যবসা সরকারের সাথে মিলে এটা করতে দেব না।’
আলোচনা সভায় মান্না আরও বলেন, ‘দেশের গরীব মানুষ টিকা পাবে তার কোনো গ্যারান্টি আছে? ওরা যে রকম লিস্ট দিয়েছে, কেবলমাত্র সরকারের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। আপনি দেখেন ইংল্যান্ডে প্রথম টিকা দেওয়ার নিয়ম কী করা হয়েছে? ফ্রান্স, আমেরিকা, পুরো ইউরোপ কী করেছে? আর বাংলাদেশ কী করছে?’

‘প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন মানুষকে বিনা পয়সায় টিকা দেব- সেই কথা সম্পূর্ণ ভুলে গেছেনে। যারা বলেছিলেন ১০ টাকা করে চাল খাওয়াব, এখন ৫০ টাকা চাল হয়েছে। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। এদের সঙ্গে আপস করা যাবে না’ এই অবস্থা থেকে উত্তরণে শহীদ আসাদের আদর্শ অনুসরণ করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘শহীদ আসাদকে স্মরণ করে আমি আপনাদের কাছে এটাই আহ্বান জানাব, যদি তাকে সত্যি শ্রদ্ধা জানাতে চান, তার এই পথে থেকে আসুন আগামীতে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি। আজকের দিনে এটাই শপথ হোক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *