পছন্দের গান ফেসবুক ও ইউটিউবে!

Spread the love

নাগরিক ডেস্ক:
নিজের গাওয়া গানের বাইরেও প্রতিটি শিল্পীরই রয়েছে পছন্দের বহু গান। যা প্রায়ই শিল্পীরা গেয়ে থাকেন। কিছু গান প্রকাশ্যে আসে আবার কিছু গান থেকে যায় আড়ালে। তবে এবার পছন্দের গানগুলো ভক্ত-শ্রোতাদের শোনাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন ‘তুমি আমার কত চেনা’ গানটি। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও প্রয়াত প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের গাওয়া এই গানটি ছিল ‘দোলনা’ ছবিতে। গীতকার মনিরুজ্জামান মনিরের কথায় এর সংগীত করেন বরেণ্য সুরকার আলম খান।

পড়শী বলেন, ‘গানটি প্রাকটিস পেডে বসে গাওয়া। এতে আমার সঙ্গে ছিলেন ব্যান্ডের কিবোর্ডিস্ট কাইয়ুম খান। শুধুমাত্র কিবোর্ড বাজিয়ে গানটি কণ্ঠে তুলেছি। গানটি প্রকাশের পর দেখলাম, সবাই এর প্রশংসা করছে।’

তিনি আরও বলেন, ‘প্রাকটিস পেডে বসে প্রায়ই এমন কালজয়ী গান গেয়ে থাকি। কখনও সেই গানগুলো প্রকাশ করা হয় না। কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি, আমার পছন্দের গানগুলো প্রকাশ করবো। শ্রদ্ধা ও ভালোবাসার জয়গা থেকেই এমন সিদ্ধান্ত। চেষ্টা থাকবে, নিজের সেরাটুকু দিয়ে গাওয়ার। তারপরও যদি ভুল হয়ে যায় সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’ পড়শী জানান, তার পছন্দের গানগুলো প্রকাশ হবে তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published.