গৌরনদীতে নির্বাচনোত্তর সহিংসতা, ৬ জন আহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের গৌরনদী পৌর নির্বাচনোত্তর শনিবার রাতে পৃথক দুইটি সহিংসতায় বিজয়ী ২ কাউন্সিলর প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছে। গুরুতর আহত এক সমর্থককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুই সমর্থককে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম টিটুর ৬/৭ জন সমর্থক টিকাসার এলাকায় হামলা চালিয়ে বিজয়ী কাউন্সিলর প্রাথী শাহিন গাজীর সমর্থক বনি-আমিন (২৫), আঃ মন্নান সরদার (৩৫)কে পিটিয়ে আহত করেছে।


অপরদিকে ৭নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন হাওলাদারের কতিপয় সমর্থক শনিবার রাত ৯টার দিকে আশোকাঠি এলাকায় হামলা চালিয়ে বিজয়ী কাউন্সিলর প্রার্থী সুজন হাওলাদার ওরফে শাখাওয়াত হোসেনের সমর্থক সুমন খান (৩১), মফিজুল সরদার (২৫), বাদশা ভূইয়া (২০), মিজু সরদার (১৯)কে পিটিয়ে আহত করেছে।

এদিকে ২নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর প্রার্থী খাইরুল খানের ৮/১০ জন সমর্থক শনিবার রাত সাড়ে ৮টার দিকে টরকীরচর এলাকায় হামলা চালিয়ে পরাজিত কাউন্সিলর প্রার্থী আঃ হাকিম খানের সমর্থক আতা মোল্লার বাড়ির বাউন্ডারী বেড়া ও ওমর মোল্লার দোকান ভাংচুর করেছে। এ সময় হামলাকারীরা আতা মোল্লার দালানের দেয়ালে একটি ককটেল নিক্ষেপ করে বিষ্ফোরণ ঘটায়। ককটেলের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এব্যপারে গৌরনদী থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, নির্বাচনী সহিংসতার কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *