রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব’র দাফন

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহমেদের দাফন বুধবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় নগরীর চৌমাথা সরকারী হাতেম আলী কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুসলীম গোরস্থানে শেখ কুতুবের দাফন সম্পন্ন হয়।

তার আগে রাস্ট্রপতির পক্ষে জেলা প্রশাসক জসীস উদ্দিন হায়দার, পার্বত্য শান্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে তার ছেলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তির উদ্যেগে কফিনে ফুল দিয়ে শেখ কুতুব উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদর্শন করেন।

জানাযা নামাজে অংশগ্রহন করেন সংসদ সদস্য অধ্যাপক শাহ আলম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সাবেক এমপি আলহাজ¦ মনিরুল ইসলাম মনি, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাপা চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল প্রমুখ।

প্রসঙ্গত, শেখ কুতুব উদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *