বরিশালে গৃহবধুকে ধর্ষনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে বাক প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষনের দায়ে আইউব খন্দকার (৪০) নামক একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছর কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ সোমবার এ দন্ডাদেশ দেন।

রায় ঘোষনার সময় দন্ডিত আইউব খন্দকার আদালতে উপস্থিত ছিল। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়। তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের আফতাব খন্দকারের ছেলে।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৫ সালের বিকালে সাতলা গ্রামের ঘরে ঢুকে বাক প্রতিবন্ধি গৃহবধুকে ধর্ষন করেছে আইউব খন্দকার। তখন ওই গৃহবধু ঘরে একা ছিল। গৃহবধুর ছেলে শ্যামল মন্ডল এসময় ঘরে ফিরে এসে আইউব খন্দকারকে হাতেনাতে ধরে কিল-ঘুষি দিলে সে পালিয়ে যায়।

ঘটনার একদিন পর ৩০ জানুয়ারী শ্যামল মন্ডল বাদী হয়ে আইউব খন্দকারের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেন। উজিরপুর থানার তৎকালীন পরিদর্শক ফারুক খান মামলার অভিযোগপত্র দেন। আদালতে দেয়া স্বাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হওয়ায় আইউব খন্দকারকে উল্লেখিত দন্ডাদেশ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *