বরিশালে আসবেন নরেন্দ্র মোদী!

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরস্থ সুগন্ধা শক্তি পীঠ (উগ্র তারা মন্দির) পরিদর্শনে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপ মহাদেশের ৫১টি সতী পীঠের অন্যতম শিকারপুরের সুগন্ধা শক্তি পীঠ বা উগ্র তারা মন্দির। এ মন্দির হিন্দু ধর্মালম্বীদের অন্যতম তীর্থ স্থান।
বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধি দল বরিশালের উজিরপুরস্থ শিকারপুরে সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করেছেন।

শুক্রবার সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর আগমন উপলক্ষে হাইকমিশনের ওই প্রতিনিধি দল শুক্রবার সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসেন বলে জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি দলের পরিদর্শনের তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রনিতি বিশ্বাস।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজিরপুরের শিকারপুরস্থ সুগন্ধা শক্তি পীঠ পরিদর্শনে আসবেন। তবে দিনক্ষন এখনও ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *