অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

Spread the love

নাগরিক ডেস্ক:
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন আশরাফুল আলম খোকন। রোববার (২৮ ফেব্রুয়ারি) নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন তথ্য জানান তিনি।

স্ট্যাটাসে আশরাফুল আলম খোকন লেখেন, ‘যাত্রাটা শুরু হয়েছিল ১৮ আগস্ট ২০১৩ সালে। বর্তমান সরকারের প্রথম মেয়াদের মাত্র পাঁচ মাস বাকি তখন। যুক্তরাষ্ট্রের আয়েশি জীবন ছেড়ে অনিশ্চয়তার পথে এসে হেঁটে ছিলাম। কারণ তখন সবেমাত্র আওয়ামীলীগ ৫টা সিটি করপোরেশনে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছে। হেফাজত, বিএনপি, জামায়াতের বাঁশেরকেল্লা বাহিনীর অপপ্রচারে ত্রাহি অবস্থা। ওই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন তার উপ-প্রেস সচিব হিসেবে কাজ করার। সরকারের কাজের প্রচার-প্রচারণা, গুজব প্রতিরোধ ও মিডিয়া সেক্টর নিয়ে কাজ করেছি। তবে তখনও সরকারের ব্যাপক উন্নয়নের সুনাম ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিইমেজ ছিল এখনকার মতোই প্রতিদ্বন্দ্বীহীন।’

খোকন আরও লেখেন, ‘ছোট সময় থেকে এ দলটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কারণে এ দায়িত্ব ছিল আমার জন্য বিশাল প্রাপ্তি ও সম্মানের। একে তো দেশের প্রধানমন্ত্রী আবার তিনি যদি হন বঙ্গবন্ধুকন্যা। পরপর তিন তিনবার নিয়োগ পাবার মতো ভাগ্যবান একজন আমি। ১৭ কোটি মানুষের দেশে এ সৌভাগ্য কয়জনের হয়। আমি সেই ভাগ্যবানদের একজন। অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। আমৃত্যু এ ঋণ শোধ হবে না। জীবনে যখন, যেখানে, যেভাবে থাকব; শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দল ও নেত্রীর জন্য কাজ করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *