পটুয়াখালী ইপিজেড স্থাপনে পর্যালোচনা সভা

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেড ও ইনভেস্টরস ক্লাবের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদর ইউএনও লতিফা জান্নাতী’র সঞ্চালনায় প্রস্তাবিত পটুয়াখালী ইপিজেড ও ইনভেস্টরস ক্লাবের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালীতে প্রস্তাবিত ইপিজেড গড়ার সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এবং ইপিজেড এলাকার জনসাধারনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী- ১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ¦ এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, ইপিজেড এলাকা আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হুমায়ুন কবির, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স।

সভায় আরও উপস্থিত ছিলেন বেপজা’র উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা ও গোয়েন্দা) মেজর মোঃ সালমান আরেফিন, সদস্য (প্রকৌশল) মোঃ ফারুক আলম, প্রকল্প পরিচালক মোঃ হাফিজুর রহমান, ডিজিএফ বরিশাল এর কর্নেল এম.এ সাদী, নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব আলী ইসতিয়াক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি.এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ভূমি অধিগ্রহন কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাঁকোরালিয়া এলাকায় ৪১৬.৯৫ একর জমিতে উচ্চ মানের ইপিজেড স্থাপনের মহা পরিকল্পনা গ্রহন করেছেন। উক্ত ভূমি তিনগুন মূল্যে অধিগ্রহন কার্যক্রম দ্রæত সম্পন্ন করে দেশের মধ্যে আন্তর্জাতিক মানের ইপিজেড নির্মান করা হবে বলে সভার প্রধান অতিথি বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম নিশ্চিত করেন।

পরে প্রধান অতিথি বেপজা এর নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম প্রস্তাবিত ইপিজেড এর নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *