তৃনমূল ছেড়ে মিঠুন চক্রবর্তী বিজেপিতে

Spread the love

নাগরিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপিতে যোগ দিয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ রোববার দুপুরে এ তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিজেপির রাজ্য তত্ত্বাবধায়ক কৈলাস বিজয়বর্গিয়া খবরটি নিশ্চিত করেছেন। এর আগে মিঠুন তৃনমূল কংগ্রেস থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি টেলিফোনে তার সাথে (মিঠুন চক্রবর্তী) কথা বলেছি, তিনি আসবেন। তার সাথে বিস্তারিত আলোচনা করার পরেই আমি আর কোনো মন্তব্য করতে সক্ষম হব।’

৭০ বছর বয়সী মিঠুন চক্রবর্তীর প্রচুর অনুরাগী আছেন পশ্চিমবঙ্গে। বিশেষত ২০০৬ সালের চলচ্চিত্র এমএএলএ ফাটাকেষ্টতে তার কিংবদন্তি ডায়লগ, “মারব এখানে, লাশ পড়বে শ্মাশানে’ এখনো মানুষের মুখে মুখে ফেরে।

এর আগে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। দলটির বিধায়ক হিসেবে দুই বছর দায়িত্ব পালন করার পর মিঠুন রাজ্য সভা থেকে পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *