স্লিভলেস ব্লাউজ পরায় অপরাধ?

Spread the love

নাগরিক ডেস্ক:
২০২১ সালে স্লিভলেস ব্লাউজ নিয়ে কথা বলতে হয়, এটা নিয়ে আমাকে হেয় করা হয় সোশ্যাল মিডিয়ায়। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ষাটের দশকে, সত্তর দশকেও স্লিভলেস ব্লাউজ পরতো আমাদের দাদি-নানিরা। তখনও এটা স্বাভাবিক ছিল। অথচ এই সময়ে এসে স্লিভলেস ব্লাউজের কারণে কথা হচ্ছে- এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কয়েকটি ছবি ভাইরাল হয়। ছবিগুলো বইমেলায় কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এরপরে সেসব ভাইরাল হয়। চলতি বছজর বইমেলায় ভাবনার ‘গোলাপি জমিন’ নামের একটি উপন্যাস প্রকাশ হয়েছে। এই উপন্যাসের জন্যই মেলায় গিয়েছিলেন ভাবনা। পাঠক ও ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন। সেসময়ের কয়েকটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়।

ভাবনা বলেন, ‘একটি শ্রেণি সারাদিন ফেসবুকে পড়ে থাকে শুধু মেয়েদের ছবির নিচে বাজে মন্তব্য করার জন্য। এদের কাজ নেই। সারাদিন এরা ওঁত পেতে থাকে কখন মেয়েরা ছবি পোস্ট করবে আর সেখানে তারা বাজে মন্তব্য করবে। এরা নিম্ন মানসিকতার। এদের মন্তব্যই আমি দেখি না। কিন্তু দিনশেষে আমিও তো মানুশ্বহ আমারও তো পরিবার আছে কত সহ্য করা যায় এসব।’

এই শ্রেণী অসুস্থ উল্লেখ করে ভাবনা বলেন, ‘যারা দিলারা জামানের মতো একজন অভিনেত্রীর ছবির নিচে গিয়ে বাজে মন্তব্য করতে পারে তাদের দ্বারা সবই সম্ভব। এরা মানসিক বিকারগ্রস্ত, অসুস্থ। এদের চিকিৎসা হলো শাস্তি। এদের কাছে পেলে হয়তো বোঝাতে পারতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *