বরিশালে ভ্রাম্যমাণ দুধ বিক্রি কার্যক্রম শুরু

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে জনসাধারণের পুষ্টিচাহিদা পূরণে ভ্রাম্যমাণ দুধ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। করোনাকালীন সময়ে ঘরবন্দি মানুষের পুষ্টি চাহিদা পূরণে বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়েছে।


উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক প্রাণিসম্পদ দপ্তর এডিএম সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *