‘একাধিক বিয়ে করা আমার শরিয়ত সম্মত বৈধ অধিকার’

Spread the love

নাগরিক ডেস্ক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, আমি চারটি বিয়ে করলে কার কী এসে যায়। একাধিক বিয়ে করা শরিয়ত সম্মত বৈধ অধিকার। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি, শরিয়তে ইসলামে একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করা অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি চারটি বিবাহ করি, তাহলে এতে কার কী?’

হেফাজতে ইসলামের নেতা বলেন, ‘আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরিয়ত সম্মত বৈধ অধিকার। সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের ওপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিয়ে করে যদি আমার স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কথা বলতেন বা অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে, আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করে যে, আমি তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছি। ’

মামুনুল হক আরও বলেন, ‘আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কী ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্ক পরিধি আমি কতটুক পর্যন্ত জানাব, আর কতটুকু পর্যন্ত জানাব না-সেটা আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্গন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমনাত্মক আচরণ করেছেন, আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *