বিশ্বের শীর্ষ ধনীরা আরো ধনী

Spread the love

নগরিক ডেস্ক:
এ বছর পর বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের সম্পদ আরো বেড়েছে। করোনা মহামারীর মধ্যে বিশ্ব অর্থনীতির অবস্থা টালটমাল। মানুষের জীবন-জীবিকা এখন নানা হুমকির মধ্যে আছে। এমন দুঃসময়ের মধ্যেই মঙ্গলবার প্রকাশ করা হলো বিশ্বের শীর্ষস্থানীয় ধনীদের তালিকা।

ফোর্বসের বার্ষিক তালিকায় বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে বিলিয়নিয়ারদের সংখ্যা বেড়েছে। আগের সকল রেকর্ড ভেঙে ২৭৫৫ জন বিলিয়নিয়ার সংযুক্ত হয়েছেন নতুন এ তালিকায়। এ তালিকায় খুচরা মালামাল সরবারহকারী প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস গত চার বছরের মতো এবারো শীর্ষ স্থানে আছেন।

ফোর্বসের দেয়া তথ্য মতে, এ বছর বিলিওনিয়ারদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৩ ট্রিলিয়ন ডলার। যা গত বছর ছিল ৮ ট্রিলিয়ন।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ফোর্বসের প্রধান কন্টেন্ট অফিসার বলেন, অতি ধনীরা আরো বেশি ধনী হচ্ছেন। টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এ তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন। তিনি গত বছর এ তালিকার ৩১তম অবস্থানে ছিলেন।

ফোর্বসের তালিকার শীর্ষ পাঁচের অন্য ধনীরা হচ্ছেন, বিলাসবহুল পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান এলভিএমএইচের বার্নাড আর্নাল্ট, মাইক্রসফটের বিল গেটস ও ফেসবুকের মার্ক জাকারবার্গ।

বিনিয়োগকারী ও বিখ্যাত ব্যবসায়ী ওয়ারেন বাফেট দু’দশকের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে নেই। শীর্ষ পাঁচ ধনীর বেশির ভাগই তথ্য-প্রযুক্তি খাতের সাথে জড়িত।

এ বছরের তালিকায় ৪৯৩ জন নতুন বিলনিয়ার সংযুক্ত হয়েছেন। এদের মধ্যে হুইটনি উলফে হার্ডও আছেন। হুইটনি উলফে হার্ড ডেটিং অ্যাপ বামবলের প্রধান নির্বাহী। এ অ্যাপটি এ বছরই প্রকাশিত হয়।

সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, দেশটিতে ৭২৪ বিলিয়নিয়ার আছেন। ৬৯৮ বিলিয়নিয়ার নিয়ে
দ্বিতীয় অবস্থানে আছে চীন। আর ১৪০ বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারত।

নতুন এ বিলিয়নিয়ারদের লিস্টে আছে তুরস্কের ২৬ বিলিয়নিয়ার। ইলদিজ হোল্ডিং মালিক মুরাত উলকার তুরস্কের শীর্ষ ধনী। তিনি বিশ্বের ৪২১তম ধনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *