ববিতে আইকিউএসি’র উদ্যোগে কর্মশালা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম টেমপ্লেট’ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জুম কনফারেন্সের মাধ্যমে ‘আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম টেমপ্লেট’ বিষয়ে এই অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও ৬টি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির ১৮ জন সদস্য অংশগ্রহন করেন।


ভার্চুয়াল এই ওয়ার্কশপে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।


ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও পর্দাথবজ্ঞিান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *