মেসিই সেরা

Spread the love

নাগরিক ডেস্ক:
ফাইনাল খেলবেন। কিন্তু শিরোপা ছোঁয়া হবে না, এই চিত্রনাট্যই যেন লিওনেল মেসির ভাগ্যে লেখা! এটিই তো ঘটেছে চারবার। অধরা শিরোপার লক্ষ্যে কাল রিও ডি জেনিরোতে ব্রাজিলের মুখোমুখি হয়ে পঞ্চম ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি। শিরোপা জয়ের যখন রাজ্যের চাপ মেসির ওপর, তখন মেসিকে চাপমুক্ত করেছেন লিওনেল স্কালোনি। শিরোপা না জিতলেও আর্জেন্টিনার কোচের চোখে মেসিই সেরা।

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে তাদের মাঠে ফাইনালের মুখোমুখি হওয়ার আগে চাপ থাকবেই। তবু ফাইনালের আগে নির্ভার থাকতে চান স্কালোনি। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে খেলোয়াড়েরা মানসিকভাবে কতটা চাঙা, সেদিকেই নজর রাখতে চান লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘এটা অবশ্যই গুরুত্বপূর্ণ খেলা। কিন্তু আপনাকে শান্ত, সতর্ক থাকতে হবে। জিততে হলে আপনাকে ভয়ডরহীন খেলাটা খেলতে হবে। মেসি এই টুর্নামেন্টে চাপহীনভাবে খুবই দুর্দান্ত খেলেছে। ফাইনালে আমরা মেসিনির্ভর হতে চাই না। সেরা প্রমাণ করতে মেসিকে শিরোপা জেতার দরকার নেই।’

শুধু স্কালোনিই নন, শিরোপা না জিতলে মেসিকেই সেরা বলছেন সাবেক আর্জেন্টাইন গোলরক্ষক নেরি পাম্পিদো। মেসির প্রশংসা করে ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক বলেছেন, ‘মেসি এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলছে। মেসি দলের সবার চেয়ে আলাদা। আর্জেন্টিনার এই ফুটবল দলটা নিয়ে আমি খুব আশাবাদী। সেরা প্রমাণ করতে হলে লিওকে কোপা জিততে হবে, এমন কোনো কথা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *