আগামী রোব ও বুধবার ব্যাংক বন্ধ, বাড়লো লেনদেনের সময়সীমা

Spread the love

নাগরিক ডেস্ক : দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রোববার ও বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। তবে আগামী ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেনের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

দেশে চলমান কঠোর বিধিনিষেধে ব্যাংক লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল রয়েছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে।

প্রসঙ্গত, মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হয় ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *