বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবী জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এসময় ভোলার গ্যাস বিদেশী কোম্পানীকে উত্তোলন করতে দিলে আন্দোলনের মাধ্যমে জীবন দেয়ার হুশিয়ারী জানানো হয়। বৃহস্পতিবার ফুলবাড়ি চুক্তি বাস্তবায়নের দাবীতে এক সমাবেশ ও বিক্ষোভে কমিটির বরিশাল জেলা নেতৃবৃন্দ এসব দাবি তুলেন।


সংগঠনটির উল্লেখযোগ্য দাবী হচ্ছে- এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ফুলবাড়ী চুক্তির পূর্ণবাস্তবায়ন করা সহ ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে উত্তোলন করতে না দিয়ে দেশিয় কোম্পানিকে উত্তোলনের দায়ীত্ব দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন।


তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বরিশাল জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় নেতা অধ্যাপক আঃ ছত্তার, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, কমরেড শাহ আজিজুর রহমান খোকন, হারুন অর রসিদ মাহমুদ, ডাঃ মনিষা চক্রবর্তী, অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক দুলাল মজুমদার প্রমূখ।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বিরোধী দলীয় নেত্রী হিসেবে ফুলবাড়ীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়ী শহিদদের দাবী চুক্তি বাস্তবায়ন করবেন।
তারা আজ ক্ষমতায় এসে সেই সকল শহিদের সাথে বিশ্বাষ ঘাতকতা করে এদেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। তারা আরো বলেন, সেদিন ফুলবাড়ীর মানুষ নিজেদের সম্পদ রক্ষার জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোলার গ্যাস রক্ষা করার জন্য আমরা জীবন দিতেও পিছপা হব না।


পরে এক মৌন মিছিল সহকারে ফুলবাড়ীতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *