আফগানিস্তান দখল করা সহজ কিন্তু শাসন কঠিন

Spread the love

নাগরিক রিপোর্ট:
সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, আফগানিস্তান দখল করা সহজ কিন্তু শাসন করা কঠিন। তালেবানরা ধর্মীয় দিক দিয়ে ক্ষমতা দখল করেছে। এটা কত দিন ধরে রাখবে সেটা একটা বিষয়। কেননা ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আফগানিস্থানে কেউই শাসন ক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হতে পারেনি। তাই বর্তমানে ক্ষমতায় অধিষ্ঠিত তালেবানরা কতদিন তাদের ক্ষমতা ধরে রাখতে পারে তা দেখা যাবে।

সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে এক ভার্চুয়াল অলোচনা সভায় মূখ্য আলোচক সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক এসব কথা বলেন।

ববি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রিফাত মাহমুদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন ববি’র লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সকল শিক্ষকবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, লোক প্রশাসন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *