ববি’র আবাসিক হল ও লাইব্রেরি খুললো

Spread the love

নাগরিক রিপোর্ট:
উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আবাসিক শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল বঙ্গবন্ধু হল, শের-ই বাংলা হল, ও শেখ হাসিনা হল খুলে দেয়া হয়। মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ১৮ মাস বন্ধ ঠিল হল ও কেন্দ্রীয় লাইব্রেরি। যেসব শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হয়।
শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী নবিন হোসেন বলেন, আজকে প্রবেশ করতে পেরে আমরা অনেক খুশি। সবাই উৎসবমুখর পরিবেশে হলে প্রবেশ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই।

অপর এক ছাত্র বলেন, অনেকদিন যাবত সবাই বাইরে ছিল, বাইরের খরচ, আবাসন ব্যবস্থা এগুলো অনেক ব্যয়বহুল ছিল।এছাড়া বাইরের পরিবেশনও তেমন ভালো না, হলের পড়ালেখার পরিবেশ অনেক সুন্দর।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক মার্জিয়া নমি স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, যেসকল ছাত্রী কমপক্ষে এক ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছে, শুধু মাত্র সেই সকল ছাত্রীরা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবে।

এদিকে খোলার প্রথম দিনে সোমবার বিভিন্ন হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দুপুর সাড়ে ১২ টায় তিনি বিভিন্ন হল পরিদর্শনকালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর গুরুত্বারোপ করেন। হলে থাকতে কোন ধরনের সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে হল প্রশাসনকে অবগত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *